।। সবুজ কুঁড়ি।।
- প্রলয় রায়


ব্যাস্ত শহর এখনও ঘুমিয়ে
শৈবালে শিশিরবিন্দু রেখে গেলাম
চেনা পাথরটির গায়ে-
রাখা আছে পাশে গোলাপের সবুজ কুঁড়ি-
সূর্য ওঠার সাথে সাথে দেখে নিও
নাহলে শিশির শুকিয়ে যাবে -


চোখের আলোর বিকিরণের
অপেক্ষায়  অপেক্ষায় সবুজ কুঁড়ি -
অবশেষে মেলে ধরে রুপ-
বার্তাটি বয়ে যায় গোপন কথাটির
হাওয়ার স্রোত চিনে নেয় সুঘ্রাণ আতর-
ছায় হয় জ্বলে জ্বলে সুগন্ধি ধূপ-


সুসময় চলে গেলে-পাপড়ি খসে যায়
রং রস উবে যায় হারায়  বাষ্প -
অন্তরের রস থাকে অটুট -
সুক্ষ জালিকার বিন্যাস।
ফসিলের ডিএনএ সংকেত ধরে রাখে
নব জন্মের সাথে জেগে ওঠে-
ফুটে ওঠে সবুজ কুঁড়ি-
লেখা থাকে সব ইতিহাস-


উঠে আসে সাত-কাহন
মিলে যায় সব রসায়ন।
*********************