--।।স্বাধীনতার উপলব্ধি।।--


     -- প্রলয় রায়


তোমরা যখন পতাকা ওরাও
         ঐ লালকেল্লায় রেডরোডে
আমরা তখন লড়ছি আজও
        ক্ষুধার জ্বালায় ভুখা পেটে।


তোমরা যখন নিশান ওড়াও
          উড়ে উড়ে আকাশের পথে
অভাগী তরুনীরা কাঁদে আজও
          ফেরাও অন্ধ কুঠুরি থেকে।


সাঁজোয়া গাড়িটা গড়ায় যখন
           রাজ রাজকীয় ভঙ্গিমাতে  
স্বাধীন দেশের মেয়েরা তখন
            লুন্ঠিত হবে কেন ইজ্জতে?


তোমরা যখন ওড়াচ্ছো ঘুড়ি
          আকাশ পানে অনেক দূরে
আমরা তখন বুনছিরে ঝুড়ি
           বাঁশ বাগানে করুন সুরে।


তোমরা যখন মশাল জ্বালাও
         প্রদর্শনী মঞ্চে শিখা বেঁধে
আমরা তখন উনুন জ্বালায়
         হোটেল ধাবায় কালি মেখে।


তোমরা যখন করছো প্যারেড
         রাজপথে আর রেড রোডে
আমরা তখন লাইনে দাঁড়ায়
          কলসির ভার নিয়ে কাঁধে।


কুচকাওয়াজের রনসজ্জায়
           তোমারা যখন মগ্ন সবাই
  ভুস্বর্গবাসি মোরা উপত্যকায়
             আতঙ্কবাদের নিশানায়।


তোমরা যখন শেখাও মোদের
             ধর্মের মধ্যে নেই বিভেদ
ভারত তথা বিশ্ব জুড়ে কেন রে
              ধর্ম নিয়ে এত ভেদাভেদ?


তোমরা যখন গৌরব করোরে
           শিল্প তালুকের সভ্যতারে
আদিবাসী মানুষ বলতো কেন  
        উচ্ছেদ হয় শিল্পের তরে ?

আজ শপথ নিয়ে চাইবো মোরা
                সবার প্রকৃত স্বাধীনতা  
অখন্ডিত ভারত  রাখব  মোরা
            জগত সেরা ভারত মাতা।