।। তোমার জন্য।।
    -- প্রলয় রায়


তোমার জন্য - বাংলা,গণিত,জ্যামিতি।
তোমার জন্য- ভুগোলের ম্যাপ, মডেল।
তোমার জন্য- কুনো ব্যাঙ বা স্টার ফিস
   - সবই আনতে পারি ।


তোমাকে বাঁচাতে - দিতে পারি
সব রক্ত,অংগ-প্রত্যঙ্গ
তোমাকে বাঁচাতে - দিতে পারি
মাঝ গঙ্গায় ঝাঁপ।
তোমাকে বাঁচাতে-  নিতে পারি            
     হাতে তুলে বেয়নেট।


তুমি যদি চাও- একফালি চাঁদ।
তুমি যদি চাও- ঝল মলে রোদ।
তুমি যদি চাও- বন্য চিতল হরিন।
         সবই  দিতে পারি আমি।
শুধু তোমারি জন্য ছেড়ে দেবো    
     আমার   উচ্চতম পদ।
শুধু তোমারি জন্য ছেড়ে দেবো
   আমার দীর্ঘ দিনের দল।
শুধু তোমারি জন্য ছেড়ে দেবো
  আমার সাতাশ তলা বাড়ি।


শুধু তোমারি জন্য আমি
        বাইকে যেতে পারি
কাশ্মীর থেকে কন্যাকুমারী।
শুধু তোমারি জন্য আমি
          হেঁটে যেতে পারি
অরুণাচল থেকে বিন্ধ্যাচল  ।
শুধু তোমারই জন্য আমি
         সাঁতার দিতে  পারি
সুন্দরবন থেকে আন্দামান।


পারো কি আমায় দিতে?
এক  টুকু ভরসা-  
একটু মনে আশা-
এত টুকু ভালোবাসা।


রঘুনাথগঞ্জ
১৪/৬/২১