।।তুমি আসবে বলেছিলে বৃষ্টি এলে।।
  --প্রলয় রায়


তুমি আসবে বলেছিলে,বৃষ্টি এলে ম্যালে
বৃষ্টি ভেজার শব্দগুলো,বসে খেলার ছলে


বৃষ্টি এসে গেছে দ্যাখো-ঠিক উপত্যকা মাঝে
বসে আছি একলা আমি-উঁচু পাহাড় খাঁজে


কত নৌকা পাহাড়ী নদী চলে গেল ভেসে
খুঁজে মরি কোনটায় যদি চেনা সুঘ্রাণ আসে


খাতা আমার ভিজে বুঝি-কবিতা শেষের মুখে
হঠাৎ উদয় হলে তুমি- সবুজ চায়ের সুখে


কুয়াশা মাখা মেঘে বৃষ্টি ভেজা হারিয়ে যাওয়া
কু-ঝিকঝিক রেলে হাতের কাছে স্বর্গ পাওয়া


বৃষ্টি এলে পাহাড় কাঁদে- পাহাড়বাসীর সাথে
বরফ খসে পাহাড় ক্ষয়ে-যাচ্ছে মাটি ধ্বসে-


লাগিয়ে গাছ পাহাড়ীরাজ- দূষণমুক্ত সবুজ গড়-
বৃষ্টিতে চলো পুঁতি বীজ সাজাই মোদের পাহাড়।


তুমি আসবে বলেছিলে,বৃষ্টি এলে ম্যালে।
সাজিয়ে নিলাম শব্দগুলো,বসে খেলার ছলে।