-  কই গো, আমার রুমালটা কোথায় আছে?
- এই তো নিয়ে এসেছি, খুঁজছো কেন পাছে!
- মোজা?
- জুতোরই উপরে আছে গোঁজা.
- দেরি হয়ে গেল আজ
- টাই-টা  আমি দিচ্ছি বেঁধে, তুমি কর অন্য কাজ.


- একি তুমি তৈরি!
  কতবার করেছি বারণ, এখন যে কি করি;
  রুমাল মোজা পার্স ঘড়ি তুমিই নিয়ে নিলে
  অসুস্থতো কি হয়েছে, অমঙ্গল দেখা দিলে!
  টাই-টাও একা একাই নিলে তুমি বেঁধে
  আর পারছিনা, এবার আমি সত্যি ফেলব কেঁদে.


সংসারে রুমাল মোজা টাই পুরষ নিলে খুঁজে
স্ত্রীর বড় অভিমান, যে কেউ দেখলে যাবে বুঝে।
স্বামী যদি স্ত্রীর অভাব অনুভবই না করে
তাই, ইচ্ছাকৃত ছলচাতুরি রাখে স্বামীর পরে।
জীবনযাপনের সকল ক্ষেত্রে নির্ভরশীল করতে
প্রয়োজনগুলো একাই মেটায় নিজেকে তুলে ধরতে।  
ভালবাসার তাগিদ যদি স্বামীর না থাকে
কাজকর্মের তাগিদে যেন স্ত্রীকে কাছে রাখে।
নির্ঝঞ্ঝাট বসবাস আর স্বামীর কাছে থাকার জন্য
অসহায় মেয়েদের চাতুর্য্য আজও তাই ধন্য!


ছিঃ মেয়ে ছিঃ
তুমি করছো অভিনয়
'সংসার থেকে তাড়িয়ে দিলে' -পাচ্ছো তুমি ভয়
প্রতিনিয়ত অভিনয়, ফল এদিক ওদিক হলে
সমূহ সর্বনাশ আছে, -কেমনে  যাস রে ভুলে!


ধিক সমাজ ধিক
মেয়েদের সমাজে তুমি এত করেছ হেয়
ভুলে যাচ্ছ, একমাত্র এই নারীই অপরাজেয়।
সংসার মঞ্চে নিরাপদ আশ্রয়টুকুও কেড়েছ
খুলছে চোখ, বুঝবে এবার কতটা তুমি বেড়েছ!


              --------------