বিয়ের পিঁড়িতে বসিয়ে মাগো      করিস নে ঘরছাড়া
   এখন আমার কতই বয়স             করব লেখাপড়া  
                       শিক্ষিত মা রইলে ঘরে
          কেউ নিরক্ষর রয় না পরে
বলছি মা তোর পায়ে ধরে         বুঝিস নে কেন তোরা ?


কম বয়সে বিয়ে দিলি            আর বাচ্চা দশ মাসে
অপুষ্টিতে ভুগব দুজন                  ঠেলবি সর্বনাশে
                      তুই ও তো মা ভুগেছিলি
            মেয়ে মা ভুলে গেলি
সংসার করে কি শিখলি              শশুড় ঘর এসে ?  


বলতো বাপ খাওয়াস পড়াস     তাই কি তোদের বোঝা
চোখের দিকে চোখ রেখে বল        পাত্র কি তাই খোঁজা
                      মেয়ে বলে এত জ্বালা
           এত অবজ্ঞা অবহেলা
পুতুল নাকি করবি খেলা                 পেয়ে গেছিস মজা ?


চারিদিকে নারি পাচার                 চোখ কি গেছে বুজে  
দেহ ব্যবসায় তলিয়ে গেলে           মেয়েকে পাবি খুঁজে
                   বিবেচনা বোধ কেমনে পাবো            
         ভুল পথে তো এগিয়ে যাবো
পরিণততেই  জ্ঞাত হবো              পা ফেলবো বুঝেসুঝে ।


কেমনে রামমোহনের প্রান পাত        জানতিস বই পড়লে
ধর্মের নামে বাল্যবিবাহে                 কত অভাগি মড়লে
                    বিদ্যাসাগর নাম তো জানিস
         মহান পুরুষ কেন মানিস
মনের মধ্যে ভাবনা আনিস          কি হবে একাজ করলে ?


আইনেতে নিষিদ্ধ আজ               আঠারোর আগে বিয়ে
সরকারও সচেতন করছে              সুযোগ সুবিধা দিয়ে
                    এখনো তোরা অন্ধকারে
           দিবিই বিয়ে জোর করে
যাচ্ছি তবে থানার পরে               থাক পোড়া মুখ নিয়ে।