বিদায়
বিদায় বন্ধু বিদায়
বিদায় বেলার স্মৃতি লয়ে ভাসুক তব হৃদয় ।



খাঁ সাহেব  ,


এত গুলো বছর আপনার বন্ধু হয়ে মাঝে -
আপদে বিপদে ঝাঁপিয়েছ হাত মিলিয়ে কাজে ,


বুক চিতিয়ে লড়েছিলে এগিয়ে সম্মুখে
মর্মাহত আজও তুমি সহকর্মীর দুঃখে ।


খাঁ সাহেব ,


সকলেরই জীবনে এই বিদায় সংবর্ধনা আসে
দেখ বন্ধু , দেখ দেখ আজ সবাই তোমার পাশে ।


একদিন আমাদেরও বিদায় নিতে হবে
এ দিনের মতো সেদিনও ন্তুন কেউ রবে ।



খাঁ সাহেব ,
                   এ বিদায় - বিদায়
                                         তবু –
                                             এ বিদায় নয় ,
               সংবর্ধনার সূচী
                               লয়ে
                                    নবত্বের সমন্বয় ।


খাঁ সাহেব ,
              জীবনে চলার পথে
                                 বাকি
                                    আরো পথ চলতে  ,
                এক অধ্যায়ের শেষ
                                          চলেছ
                                               নতুন অধ্যায় খুলতে ।



ভালো                          ভালো
           থেকো বন্ধুবর                    থেকো প্রিয়ে  
জানাই বিদায় সম্বর্ধনা         মোদের  ভালবাসা দিয়ে ।



খাঁ সাহেব ,


বিদায়
বিদায় বন্ধু বিদায়
ঝাপসা চোখে , মিষ্টি হেসে গাঁথলে মোদের হৃদয় ।


                                     ------