তোকে তো আজ  খুব সুন্দর দেখাচ্ছে
                     কি মেখেছিস রে ?  ক্রীম ?
                     চোখে কি দিয়েছিস ? কাজল ?


                      চুনকালি !


ওহে নারী,
     তুমি ভাবছ   ত্বকসই দামী ক্রীম মেখে তুমি হচ্ছ উজ্জ্বল
                     টুকটকে ফর্সা ...
                     সুন্দরী হতে স্বর্গপরী ......
     ভাল করে দেখতো ভেবে
                     নিজের হাতে মাখছো কিনা নিজের গালে চুন ?


     তুমি ভাবছ   চোখসই দামী কাজলে টানছ আঁখির টান
                     নয়নের মনি ...
                     একপলক হতে অপলকে ......
     ভাল করে দেখতো ভেবে
                     নিজের হাতে টানছো কিনা নিজের চোখে কালি ?


নিজের বুকে হাত রেখে বলতো
     ততটাই কি তুমি দেখতে পেয়েছো
                    গায়ে হাত পরলে যতটা দেখতে পাওয়া উচিত !
     ততটাই কি তুমি টের পেয়েছো
                    সন্মানে ঘা পরলে যতটা টের পাওয়া উচিত !
     ততটাই কি তুমি চিৎকার করেছ
                     নিজের সর্বস্ব লুঠ হলে যতটা চিৎকার করা উচিত !


     চোখে কালি পরতে পরতে
                     চোখ হয়ে গেছে আজ দৃষ্টিহীন অন্ধ ...,
     ত্বকে চুন পরতে পরতে
                     ত্বক হয়ে গেছে আজ বোধহীন নিস্বেজ ...।
     কালি-চুন পরতে পরতে
                     নারী হয়ে গেছে নাড়িহীন নারী ...।।


ওহে সমাজ,
    তুমি বুঝিয়েছ   লজ্জাই নারীর ভূষণ
                       এ নারীর লজ্জা নেই ...,
                       নিজের প্রতি ঘৃণা নেই ......।


   তুমি শিখিয়েছ    মুখে চুনকালি পরলে মানুষ লজ্জা পায়
                       এ নারীর লজ্জা নেই ...,
                       নিজের প্রতি ঘৃণা নেই ......।।