রবির রোষেতে
        হারিয়েছে সুখ
বুক ফাটে তবু
        ফোটে নাকো মুখ ।


যতই ফাটতে থাকে
        তত লাগে মিস্টি
তৃপ্তির স্বাদ লয়
      লালে ভরা দৃষ্টি ।


খাঁ খাঁ মরুভূমি
        কড়া রোদে দীপ্তি
এরই মাঝেতেই
        খুঁজে পায় তৃপ্তি ।


ছোট গর্তের মধ্যে - ও
        রূপে পাল্টে যায় - ই
পারলে ধরে দেখ
       ওদের চালাকি - ই ।