আমার,  প্রেমের ভোর নিস্তব্ধ
      তুই   দীর্ঘশ্বাসের বকুল হবি
ভয় হয়ে,  বুকের মাঝে ধুকপুকাবি
             কথা হয়ে বলে দিবি
      তুই   কি আমার দুঃখ হবি
             একটু খানি কষ্ট দিবি ।


   আমার,  সকালেই পান্তা ফুরায়
       তুই  পান্তা ভাতের নুন হবি
শীত হয়ে, গায়ে ছেঁড়া কাঁথা দিবি
              দারিদ্রতায় ভাগ বসাবি
       তুই   কি আমার দুঃখ হবি
              একটু খানি কষ্ট দিবি ।


  আমার,  আকাশে করাল রোদ
      তুই   খাঁ খাঁ মাঝ দুপুর হবি
ঘাম হয়ে,  গা দিয়ে গড়িয়ে যাবি
             শুষ্ক চোখে অশ্রু হবি
      তুই    কি আমার দুঃখ হবি
             একটু খানি কষ্ট দিবি ।


   আমার,  বিকালে সময় অভাব
       তুই   প্রতীক্ষাতে বসিয়ে দিবি
কথা দিয়ে, না রাখা কথা হবি
              দীর্ঘ হলুদ বিকালে রবি
       তুই   কি আমার দুঃখ হবি
               একটু খানি কষ্ট দিবি ।


   আমার,   রাতের সজাগ চোখ
        তুই  চোখের নীচে ছোঁয়া দিবি
ফোন হয়ে,  ধরাস করে জাগিয়ে দিবি
               দরজার কড়া বানিয়ে নিবি
        তুই   কি আমার দুঃখ হবি
               একটু খানি কষ্ট দিবি ।