সেদিন রাস্তায় একা পেয়ে তোতলাতে তোতলালে স্পষ্টই বললি
তুই আমায় ভালোবাসিস ;
আমি 'না' বলে দিয়েছিলাম ।



তারপর থেকে, তোকে আর দেখি না
চোখে না পরিস, দূর থেকে সরে যাস
এই তোর ভালবাসা !


তারপর থেকে, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকিস
চোখের ভাষায় বোঝাতে চাস, কতই না ভালবাসিস
এই তোর ভালবাসা !



তারপর থেকে, পাথর গাছ খোদাই করে
দুজনের নাম একযোগে, যে দিকে পারছিস লিখে বেরাচ্ছিস
এই তোর ভালবাসা !


তারপর থেকে, ব্লেড দিয়ে কেটে কেটে
আমার নাম তোর হাতের উপর স্পষ্ট ভাবে লিখে রাখছিস
এই তোর ভালবাসা !



তারপর থেকে, সাদা পাতায় পেন দিয়ে
একটাও ছোটখাটো চিঠি লিখে উঠতে পারিস নি
এই তোর ভালবাসা !


তারপর থেকে, নিজের রক্ত দিয়ে
লেখা কয়েকটা ভালবাসার চিঠি পাঠিয়েছিস
এই তোর ভালবাসা !



তারপর থেকে, তুই ঘর ছাড়া গরু
তোর মা কত রাত পর্যন্ত, না খেয়ে তোর পথ চেয়ে
এই তোর ভালবাসা !


তারপর থেকে, তুই সাত রাজার ধন, মানিক
বাবা-মার বাধ্য সন্তান, একমাত্রই আশা ভরসা
এই তোর ভালবাসা !



তারপর থেকে, আমাকে না পাওয়ার
দুঃখ-কষ্ট-বেদনার ছাপ ছিটেফোটাও দেখতে পাইনি
এই তোর ভালবাসা !


তারপর থেকে, রাতের অন্ধকারে বিছানায়
মুখ গুজে নীরবে, রাতের পর রাত বালিশ ভিজিয়েছিস
এই তোর ভালবাসা !



তারপর থেকে, তুই আর মদ ছুঁস না
মদ আর তুই বিপরীত ধর্মী, দুই মেরুতে রয়েছিস
এই তোর ভালবাসা !


তারপর থেকে, তুই নেশার ঘোরে ডুবেছিস
আমাকে ভুলতে, বোতলটাই নাকি তোর সব সময়ের সঙ্গী
এই তোর ভালবাসা !



তারপর থেকে, নিজেকে শুধরিয়ে নিয়ে
নতুন করে বাঁচার রসদ খুঁজে নিয়েছিস
এই তোর ভালবাসা !


তারপর থেকে, কতবার আত্মহত্যা করতে গেছিস
বারে বারে এটা-ওটা-সেটা খেয়েছিস, শেষে মরলিও
এই তোর ভালবাসা !