পাশের বাড়ির ভাড়াটে হরিহর পাল
কথায় কথায় বলে আজ নয় কাল ।
বাড়িওয়ালা চায় যদি বাড়িভাড়া -
আজ নয় কাল দেব, কিসে এত তাড়া ?
বৌ যদি বলে যে টুকিটাকি তো চাই
আজ নয় কাল কাল তোমার যত বাই !
মা যদি বলে বাছা আজও আনিস নি পান
কাল ঠিক আনবোই এই ধরছি কান ।
মেয়ে যদি বলে বাবা এটা ওটা খাবো
আজ নয় মাগো কাল ঠিক নিয়ে যাব ।
পাড়ার ছেলেরা বলে যদি দাদা পূজোর চাঁদা
আজ নয় কাল নিস আজ আছে একটু বাধা ।


একদিন জ্বরে পরে কাবু হল হরি
ভেবে পাচ্ছিল না এখন যে কি করি ?
চিৎকারে মাথায় তুলেছিল সে পাড়া
তবু পায়নিকো সে একটিও হায় সাড়া !
বিনা মেঘে পরেছিল তার মাথায় বাজ
তারপর থেকে তার মুখে-  কাল নয় আজ ।