তুমি নেতাজি
       নেতাজি সুভাষ চন্দ্র বোস
এই কি ছিল তব একমাত্র দোষ !
                                    কি করনি ! - তুমি
পরাধীনতার গ্রাস থেকে মুক্ত করতে নিজ মাতৃভূমি ।
তবু তোমারই ! - অন্তর্ধান
হায় রে কার জন্য জয়ধ্বনি শঙ্খধ্বনি
                                     স্বাধীনতার জয়গান ।


বলেছিলে - " তোমরা আমায় রক্ত দাও
                আমি তোমাদের স্বাধীনতা দেব "
হে বীর হে মহান কোথা তুমি
                  দেখা দাও তব চরণধূলি নেব ।
স্বাধীনতা ফিরিয়ে দিতে করেছ নিজেকে উৎসর্গ
তুমিই মোদের গর্ব
              তোমাতেই তো স্বর্গ
                            তোমাতেই ডালি অর্ঘ্য ।


অথচ স্বার্থান্বেষী রাজনীতিবিদ
                          শুধুমাত্র ক্ষমতার লোভে  
বিমান দুর্ঘটনা !
               ভোলাতে চাও ?
                             জ্বলছে তুষ , ক্ষোভে ।


রাজনীতি আজও আছে , সব স্বার্থপর
থু থু দূর হ
                   আখেরে গোছাস ঘর ।
সন্মুখেতে আনতে তথ্য
কিসের এত কার্পণ্য , ধানাপানা
     কিসের এত ভয়
                             - কেন তা অকথ্য !


যে দিল স্বাধীনতা সেই স্বাধীন নয়
      শুধু অরাজকতা রাজনীতিময় ।
হতে পার নেতা তুমি
                      ভুলেও নেতাজি নয় ।
মনে রেখো একমাত্র নেতজিই নেতাজি
                            অন্য কেহ নয় ।


হে নেতাজি
          হে ভগবান
ভক্তি শ্রদ্ধা হৃদে লয়ে পূজি হে তোমায় ।
একটাই প্রার্থনা হে প্রভু
         ফিরে এসো , দেখা দাও
                            রাখ হে ক্ষমায় ।