কালের ঋতুচক্রে
            শীত গ্রীষ্ম বর্ষা ,
পাঠ্যে থাকলেও
          নেই কোন ভরসা ।


গ্রীষ্মতে গ্রীষ্ম নেই
          শীতকালে শীত ,
বর্ষাতেই নড়িয়ে দেয়
           শরতের ভীত ।


হেমন্ত হারিয়ে গেছে
          বসন্ত ভুল সুরে ,
সময়ের যাঁতাকলে
         ঋতুব্যূহ ঘোরে ।