ভোরের পাখির কোমল হৃদে
বইয়ে দিতে সুখ
বেরিয়ে গেলো, দেখালোও না মুখ ।


সকালে পাখির মনের খিদে
গ্রহস্থলীর লেই
দূরের কাজে, পাচ্ছে নাকো খেই ।


দুপুরে পাখির বুকের ভাঁজ
মেলে ধরার জন্য
করাল রোদে, ঘামে ভিজে ধন্য ।


সন্ধ্যায় পাখির ফেরার সাজ
তৃষ্ণার জলের ঘড়া
চাতক হয়ে, বৃষ্টি অধরা ।


রাতের পাখির চোখের নেশা
করবে ছার-খার
যৌবন, কাজে আট-কাবার।


হলুদ পাখির গায়ের ঘেষা
বৌ-কথা কও বলে
যদি!  অন্যের বাঁসায় চলে !