মনে পরে
আমরা তখন একসাথে বসে আঁকতাম ।
আঁকতে আঁকতে হঠাৎ
আমায় একটা নতুন আঁকার খাতা এগিয়ে দিয়েছিলি
তুই না কষ্ট পাস, তাই তোতে দেখিয়ে -
প্রথম পাতাটা খুলে আবছায়া একটা মেঘ এঁকেছিলাম ।
ব্যস ঐ পর্যন্ত ; তারপর !
আজ যখন
     খাতা খুলতেই দেখি
                           - কত জল দাঁড়িয়ে গেছে
     পাতা উল্টিয়ে, এগিয়ে
     নিজের জলরাশি নিয়ে এমন জলচ্ছাসে নদী বানিয়েছে
                          - কতদূর যে সে বয়ে গেছে শেষ দেখা যাচ্ছে না ।


মনে পরে
আমরা তখন একসাথে রাস্তায় হাঁটতাম ।
হাঁটতে হাঁটতে হঠাৎ
আমায় একটা মারানো গাছের চারা ধরিয়ে দিয়েছিলি
তুই না কষ্ট পাস, তাই তোতে দেখিয়ে -
কোন এক জায়গায় পুতে এক জগ জল ঢেলে দিয়েছিলাম ।
ব্যস ঐ পর্যন্ত ; তারপর !
আজ যখন
     মাথা তুলতেই দেখি
                           - কত উঁচু হয়ে গেছে
     ভিতরে ঢুকে, এগিয়ে
     নিজের জগৎ নিয়ে এমন অন্ধকার জঙ্গল বানিয়েছে
                          - কোনখানে যে সে দাঁরিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে না ।


মনে পরে
আমরা তখন একসাথে মাঠে খেলতাম ।
খেলতে খেলতে হঠাৎ
আমায় একটা ছোট্ট কুকির ছানা এনে দিয়েছিলি
তুই না কষ্ট পাস, তাই তোতে দেখিয়ে -
বুকের কাছে এনে একবার গায়ে হাত বুলিয়ে দিয়েছিলাম ।
ব্যস ঐ পর্যন্ত ; তারপর !
আজ যখন
     চোখ পরতেই দেখি
                           - কত বড় হয়ে গেছে
     খোঁজ নিতে, এগিয়ে
     নিজের বংশ নিয়ে এমন বড় পরিবার বানিয়েছে
                          - কোনটা যে সে খুঁজেও খোঁজ পাওয়া যাচ্ছে না ।


মনে পরে
আমরা তখন একসাথে সাঁতারে নামতাম ।
ডুবতে ডুবতে হঠাৎ
আমায় একটা একটা জল থেকে ঝিনুক তুলে দিয়েছিলি
তুই না কষ্ট পাস, তাই তোতে দেখিয়ে -
দুহাতের তালুতে তুলে একপলকে মুগ্ধ চোখে তাকিয়েছিলাম ।
ব্যস ঐ পর্যন্ত ; তারপর !
আজ যখন
     চোখ মেলতেই দেখি
                           - কত সুন্দর হয়ে গেছে
     রুপ ছটায়, এগিয়ে
     নিজের প্রজাতি নিয়ে এমন বিস্তৃত দ্বীপ বানিয়েছে
                          - কোন রুপলাবন্যে যে সে বুঝতে পারা যাচ্ছে না ।


                             --------------