ছিলাম একা
         আসলি কাছ ঘেঁষে
ধরতে হাত
         ফেললি ভালবেসে ।


শোনালি কত
         মিষ্টি রসের কথা
না-তে নাকি
        হৃদয়ে পাবি ব্যাথা ।


ভরসা দিতে
        হৃদয় উজাড় দিলি
কাছে পেতে
        বাহুডোরেতে নিলি ।


বিশ্বাস নিয়ে
        খেললি ছিনিমিনি
ভাবলি পরে
       বৌ-বাজারের চিনি ।


খেলি সুখে
         মৌচাকে মধু তাজা
করলি দায়ি
        চরিত্রে দেগে, বাজা ।


চললি ছেড়ে
        আবার কোথাও খেতে
নতুন ভাবে
        আবার খেলায় মেতে ।


ভাবলি তুই
        আমি হয়েছি শেষ
আয় দেখে যা
        আমিই আছি বেশ ।


দেগেছিলি তুই
        দেহেতে যত ক্ষত
মিলিয়ে নিয়েছি
        করে নিজের মতো ।


ভেবে নিয়েছিস
        এভাবেই চলে যাবি
বিবেকের কাছে
        দংশন ঠিকই পাবি ।


হায়রে সেদিন
        যতই খাটাস যুক্তি
হাতরেও তোর
        ধ্বংসই হবে মুক্তি ।।


        --------