কবিতা : বর্ষা
মো: গোলাম রাব্বী


               ঝিরঝির পরে নির
  দিন ভোর সন্ধ্যে
               ঘরে বসে পাখিটি
  মৃদু মৃদু কাপছে।


               খক খক খায় ঢোক
বৃষ্টির দিনকাল ,
              তুলে রাখা আশাগুলো
হয়ে গেল বানচাল ।


              ব্যাঙগুলো ডাকছে                                    কি যে বলছে,
              বুঝছিনা বুঝছিনা
   খুব রং লাগছে ।


             ওরে ভাই লক্ষী
আমরাতো বন্দি,
             জানালা খূলে দেখ
থামলো কী বৃষ্টি?


             নদী গুলো ফুলছে
   চর গুলো ডুবছে ,
             দিন রাত গাছগুলো
   বৃষ্টিতে ভিজছে!  


                 আহা কী কষ্ট
ক্ষেতগুলো নষ্ট ,
                ছিপছিইপে চারপাশ
স্যাতস্যাতে গন্ধ ।


                কাজ নেই কাম নেই
কুরেঘরে চাল নেই ,
               বর্ষার হাহাকারে    
আকুতির শেষ নেই!


               শিশুরা অনাহারে
  রাত দিন কাদছে,
                  গরীবের স্বপ্ন
   নদীতে ভাসছে !


                     বর্ষার এই খেলা
   দেশ জুড়ে ভিন্ন
                     এপারে আনন্দে কেউ
  তো ওপারে ভিন্ন ।