আসছেন জাদুকর সরকার
যাদুদণ্ডটি হাতে রয়েছে তার
কে জানে আসছেন কী ভেবে!
কী খেলা দেখাতে চান এবার!
প্রশ্নটা করছি তাকে এই ভেবে
আগে খেলা দেখালেন কত কী!
টেবিলে ছিল যে একটি রুমাল
তাকে বিড়াল করলেন, নয় কি?
আগে দেখালেন এমন কত কী
মানুষের ভাগ্যকে করলেন বন্দি।
মানুষকে করতে পারেন হাওয়া
এসব জলভাত,আজ গা- সওয়া।
আঁটতে জানেন অগণিত ফন্দি
কে জানে, এবার কী অভিসন্ধি?
একী খেলা দেখানোর শুরু সবে?
এরপরও খেলা শেষ হয়নি তবে?
এবার আপনি কী খেলা দেখাবেন?
লংকাকান্ড ঘটিয়েই কি ছাড়বেন?
দাউদাউ করে জ্বলবে কি আগুন?
জাদুকর সেকথা আগেই ভাববেন।