অলক মেঘের ত্রিপলে ঘেরা  
চাঁপার গন্ধে মন মাতোয়ারা  
শিশিরে ভেজা কাশের বনে
শারদ প্রাতে ভ্রমরের গুঞ্জনে
শোনো এই নিখিলের আহ্বানে
পার্বতী আসবেন এই ভুবনে।


শেফালী মালতী শিউলি বকুল
কাননে শোভা বর্ধনে মশগুল।
দেখি ধান্য-মঞ্জরীর স্মিত হাসি    
পরাগ মিলনে ব্যস্ত মৌমাছি,
বহমান বায়ু পথহারা উদাসী
কৌতুকে মত্ত রবি,তারা,শশী।


ওই বাজছে আগমনী শঙ্খধ্বনি
ভূ লোকে আসছেন দেবী শিবানী।
পার্বতীর সাথে সন্তান সন্ততি
মহিষাসুর নিধন করাই মতি।
ভুবনে অসুর নিধন করে সতী
সকলকে দেবেন অব্যাহতি।