হিতাহিত জ্ঞানহারা হলে কত কী করতে পারে
অবলীলায় পদার্পণ করতে পারে চোরাবালিতে।
মদমত্তরা বুঝতে চায় কি তাদের বিপদ শিয়রে?
হিতাহিত জ্ঞানহারা হলে কত কী করতে পারে!
উইপোকা আগুন দেখেও সেখানে ঝাঁপিয়ে পড়ে
পথভ্রষ্টরা ক’জন ফিরতে পারে আর মূল স্রোতে?
হিতাহিত জ্ঞানহারা হলে কত কী করতে পারে
অবলীলায় পদার্পণ করতে পারে চোরাবালিতে।