ছলে কী না হয়?
করাও যায় নাকি বিশ্ব জয়?
মানব সভ্যতার সূচনা-লগ্ন থেকে
কালনদী যতই বয়েছে এঁকে বেঁকে
কপটেরা চিরকাল যেন বুদ্ধিতে বীরবল
আর বহু সাধারণ জনগণ বুদ্ধিতে হীনবল।
ইতিহাস ঘাঁটাঘাঁটি করলে আসবে নজরে
কপটেরা যুগ যুগ ধরে মায়াকান্না করে
করেছে কত মানুষের সহানুভূতি আদায়
অমূলক নানান বাহানায়।
সৃষ্টির এ কী রহস্যজাল অনাদিকাল থেকে!
দুর্বলের উপর সবলের অত্যাচার চারিদিকে
কপটদের কাছে মানবিকতার প্রত্যাশা? –বৃথা
নেকড়ের কাছে প্রাণ-ভিক্ষা যথা।
স্বভাবদুষ্ট, কপটেরা মানবিক হয়েছে কে, কবে?
তারা ভবের হাটে পা-রেখে
সূচ হয়ে গৃহস্থদের ঘরে ঢুকে
তাদেরি বুকে পা-রেখে করেছে ক্ষমতা দখল,
বেদখল করেছে গৃহস্থদের বাড়িঘর সর্বস্ব
বাছেনি কাড়া আকাড়া! তাদের করেছে ঘরছাড়া,
তাদেরকে বশ্যতা স্বীকার করতেও বাধ্য করেছে
চালিয়েছে তাদের উপর অবাধে শোষণ নির্যাতন
যারা অবাধ্য হয়ে প্রতিরোধ গড়তে চেয়েছে যখন
সংকোচ বোধকে ভূলুণ্ঠিত করে
দানব মূর্তি ধরে তাদের করেছে বেদম প্রহার
রক্তচক্ষু করে দেখিয়েছে এ যেন তাদের অধিকার
বাদ যায়নি তাদের করতেও খুন জখম।
নয়তো তাদের করে সর্বহারা
পুড়ে দিয়েছে কারাগারের অন্ধ-কুটিরে
জেলের ঘানি টানতে বাধ্য করেছে যাবজ্জীবন ধরে
হায়রে, আদিকাল থেকে আজও বহমান এই ধারা।