সাতসকালে ইথার মাধ্যমে ভেসে এলো কানে
কোনও এক স্বাধীন দেশের এক সংবাদ-মাধ্যমের
‘বিশেষ সংবাদ বুলেটিন’।
খবরে প্রকাশ, ‘ এক মাফিয়া অনৈতিক কারবার
চালিয়ে ধরা পড়ার ভয়ে পালিয়েছে দূরদেশে,
বিশেষ চার্টার বিমানে'।
তারপর? গড়ালো কিছুটা জল।
শেষে অবস্থা এমন দাঁড়ালো, ‘জলে-জঙ্গলেও খুঁজে
তাকে ফিরিয়ে আনা গেলো-না স্বদেশে’।
জানো,আমড়া গাছের মগডালে বসে কাকাতুয়া নাকি
আদ্যন্ত সব ঘটনা দেখেছে।
বললো সে, ‘বাস্তুঘুঘুদের হাত বহুদূর বিস্তৃত’।
আরো কী বললো জানো?
একদল ভুঁইফোঁড়দের সাথে যোগসাজশে
ব্যাপক কালোটাকা রোজগার করে
চলে গেলো চার্টার বিমানে’।
কাকাতুয়াকে বলতে শুনেছি,‘এভাবে অবাধে চলাচলের
সুযোগ ভোগ করে মাফিয়ারা, প্রাতঃভ্রমণের মতো।
এমন সুবর্ণ সুযোগ পেলে দেশকে লুটেপুটে বিদেশে
পাড়ি দিতে কি ওরা ভয় পায়?
তারপর ওরা পাখির মতো ভেসে বেড়ায়!
ভাবছো,ওদের বুক করে কি কখনো দুরুদুরু’?
শোনো,গুরু ভক্ত মাফিয়ারা যখন শোনে বাজছে
বিপদ ঘণ্টি, তক্ষনি ‘সাম্বা’ নাচ নেচে
তারা পালায় দূরদেশে’।
কাকাতুয়া বললো,এমন কাণ্ড নাকি আগেও আকছার
ঘটেছে।স্বদেশে থাকাকালীন ওরা ভাব দেখায় এমন
‘জোর যার মুলুকও তার’।