সে যৌবন উত্তীর্ণা ছিল না,
তোমার প্রতি বাগ্‌দত্তাও নয়,
ছিল ঐতিহ্যশালী ও রূপ-লাবণ্যে ভরপুর
তার মহিমা পৌঁছতো বহুদূর।
এই ললনার প্রতি ছিল তোমার লোভের
শ্যেন দৃষ্টি,
ছিল খুবই প্রেম ভালোবাসার ছলনা,
সবই মায়াকান্না!
এভাবে কাটলো কুড়ি বছর।
তারপর?
এখন সকলে দেখছে অনাসৃষ্টির ফসল,  
বিছুটি গাছের মতো করেছে বিস্তার।
কী ভাবছো?নিস্তারের সম্ভাবনা?
নিবন্ত প্রদীপের মতো,সম্ভাবনা খুবই ক্ষীণ,
যতই বিড়ালের মতো করো মিনমিন।
প্রদীপের শিখা নিববার আগে দপদপের মতো
ঝরালে আক্রোশ,ঝরছে যেন অম্লবৃষ্টি,
বিধাতার বাগিচায় অনাসৃষ্টি।
করছ সর্বনাশ,খরগোশের মতো দাঁতে ছিঁড়ে ঘাস।
এ-কাজ ছিল না তোমার জন্য দস্তুর।
এই অবিশ্বাসের সংবাদ পৌঁছবে বহুদূর।