ছিলে কোন অন্ধ কূপে?
হঠাৎ করে মনে এমন কী সাধ জেগেছে
বেরিয়ে এলে আঁধার থেকে আলোর খোঁজে?
আঁধারে বাস, আলো কি সহ্য হয় সহজে?
আলো দেখে চোখ দু’টো কি ঝলসে গেছে?


আলোর দেখা পেলেই চোখ বুজতে হচ্ছে?
চাঁদের আলোতেও মেজাজ হারিয়ে যাচ্ছে?
তবে আর দেরি কেন? হারায় যদি দৃষ্টিশক্তি!
কূপ ঠিক বুঝেছে, তাই হাতছানি দিয়ে ডাকছে।


সেথায় গিয়ে থাকো বেশ খোশমেজাজে
যতদিন বাঁচবে এই ভাবনা লাগবে কাজে
এই জীবনে এমন ভুল করো না আর মোটে
বসত করা-ই সঠিক যার যেখানে সাজে।