বাউল বেশে একতারা বাজিয়ে গান গেয়ে যাই
দেখবি আয় এমন দেশ যা আর কোথাও নাই
যেখানে অবাধে চলে নানান সামগ্রী চুরি
শিশু-খাদ্যে দুর্নীতির অভিযোগ ভুড়িভুড়ি
শিক্ষা স্বাস্থ্য ও কর্মী নিয়োগে দুর্নীতি পায় ঠাই।


সেই দেশে আরও কত কী ঘটে যায় দেখবি আয়
‘ওঁ গণদেবতা ঘুমো’ বলে তাকে ঘুম পাড়ানো যায়।
নোড়া দিয়ে শিল্পের দাঁত ভাঙা সহজ কাজ
কত মিনি-বিড়াল নেড়ি-কুকুর করে বিরাজ
মাছের কাঁটা খেতে দিয়ে ওদের চুপ করানো যায়।


তাই তাই তাই! এমন সুমহান দেশ-ই তো চাই
যেথায় এসব ঘটলেও প্রতিবাদের ঝড় ওঠে নাই
দেখবি আয় ঝরাপাতারা কেঁদে বেড়ায়
বাদবাকিরা নিশ্চিন্তে-ই ঘুমিয়ে কাটায়
কে জানে, আরও কত রঙ্গ দেখা দেবে রে ভাই!