ভেবেছো যখন করবে বহুদিনের সে ইচ্ছাপূরণ    
বহুদিন পরে পুরনো বন্ধুরা মিলে রি-ইউনিয়ন!
বলছি সাতসকালে জেলের অন্ধ কুঠুরিতে বসে
ভেবেছো নাকি সেই বন্ধুরা কে কোথায় আছে?


ভাবছো কি কোথায় বসাবে সে মিলন-মেলাটি
বন্ধুগুলো একত্র না হলেও ইচ্ছাপূরণ হবে মাটি?
ভাবতেও পারো বন্ধুরা এখন কে কেমন আছে?
কিভাবে তাদের খোঁজ খবর পাবে জেলে বসে?


সত্যি-ই তো সেসব তো তোমাকে ভাবতে হবে
নয়তো ইচ্ছাপূরণে তোমার প্রচেষ্টা জলে যাবে।
শুনেছি তোমার অনেক বন্ধুবান্ধব জেলে আছে
বাদবাকি বন্ধুগুলো চোর-পুলিশ খেলছে সরসে।


বুঝি না, তারা গা-ঢাকা দিয়ে থাকবে ক’দিন?
শখ মিটবে নাকি পুলিশ-কুকুর ছোবে যেদিন?
যাক গে জেলকেই করতে পারো স্থান নির্বাচন
অনেক বন্ধু জেলের আঁধার কুটিরে আছে যখন।


তবে বলছি তোমায় আরও একটু সবুর করো
জনরব উঠছে যখন চোরদের ধরে জেলে ভরো।