আহা, এ কী সুন্দর সাজানো খেজুর বাগান!
এই দৃশ্য দেখলে বুলবুলি, মন করে নাকি আনচান?
পাখি, মৌমাছি গুনগুন গান গেয়ে উড়ে গেছে
তোকে কি বলে গেছে, 'হুজুর!
এই বাগানে গাছে গাছে ঝুলছে থোকা থোকা পাকা খেজুর?'
দূর থেকে পেয়েছি এর মন মাতোয়ারা গন্ধ
আনন্দে নেচে উঠলো মন ময়ূরী,
তড়িঘড়ি ছুটে এসে দেখি তুই গাছে বসে পড়েছিস।
বেশ, আয় বুলবুলি ও কাঠবিড়ালিতে বন্ধু পাতাই।
সখী, যে যাই বলুক, চল তুই ও আমি
টপটপাটপ পাকা খেজুর পেট পুরে খাই,
তবে বীজের হিসাব রাখিস কত খেজুর খেলি।
মালী আমাদের এই কাণ্ড দেখলে
তড়িঘড়ি জাল দিয়ে দু'জনকে ঘিরে ফেলতে পারে।
শোন, কত ফল খেয়েছি সেই হিসাব রাখাও জরুরী
যদি মালীর জালে ধরা পড়ি।
আর দেরি নয়, শুরু কর এখনি।
বেলা বারোটা বাজবার সময় হলো
এতো সময় গেল, কি জানি, হলো কী?
চুপ কেন, বুলবুলি বীজ তোর গলায় বাঁধলো নাকি?
পাখি, এই অবধি কত খেজুর খেলি?
মাথা নেড়ে কী বললি? - হিসাব রাখিসনি?
তবে তোর আর খেতে হবে না,
এখান থেকে পালিয়ে যা এখনি।