অজস্র গুলি-গোলার শব্দ ধ্বনিত হচ্ছে অহরহ
ব্যক্তিস্বার্থে মানুষে মানুষে প্রতিদিন হচ্ছে কলহ
সে যেন গৃহদাহ হওয়ার উপক্রম
বহু নিরীহ জনগণের দুর্দশা চরম
সহ্য সীমার দ্বারপ্রান্তে এ জীবন যেন দুর্বিষহ।

নদী মোহনায় লাল-সংকেত দেখিয়েও হলো না
আগ্রাসী এই সুনামি কে সংযত করা গেলো না
স্বার্থান্বেষীরা হলো না মোটেও সংযত
কে জানে, আঁচড় কাটবে আর কত?
নদী-পাড়ের ভাঙন ও প্রতিহত করা গেল না।

উঠেছে জনরব উজানে বহমান ভয়াল বান
নদীর দু’পাড় ভেঙে-চুরে করছে খান খান
ক্ষয় ক্ষতি বলে শেষ করা যাবে না
আর কতদূর গড়াবে বোঝা যায় না
কে জানে, এ বানে হবে আর কত আগুয়ান!

অসহ্য বটে ধপাস ধপাস পাড় ভাঙা শব্দ?
কে জানে, বান করতে চায় আর কত জব্দ!
দুর্দশাগ্রস্তরা হয়েছে রঙধনুর শরণাপন্ন
আর পিছনে ফিরে যেতে চায় না কখনো
ওদের দৌড় দেখে প্রকৃতি নির্বাক ও নিস্তব্ধ।

মুঠোতে প্রাণ ছুটছে তারা মনে নেই ভয়ডর
লক্ষ্যে অবিচল ঘেমে নেয়ে যাচ্ছে অভয়নগর
শিশু ও অশীতিপরদের বেহাল দশা
হারাতে বসেছে তাদের বাঁচার আশা
ক’জন রাখছে তাদের সেই স্বপ্নভঙ্গের খবর?