তেলেজলে মেশে না তবুও মেশাতে চাইছো নাকি বারংবার?
অবিবেচকের মতো করলে কাজ উঠবে নাকি নিন্দার ঝড়?
বিজ্ঞজনেরা এই কাজ থেকে বিরত থাকতে বলেছে বহুবার
তেলেজলে মেশে না তবুও মেশাতে চাইছো নাকি বারংবার।
পাইনা ভেবে ওদেরকে মেশাতে চেষ্টা চালাবে আর কতবার?
না- ভেবেচিন্তে করছ যে কাজ সেটাই এখনকার মুখ্য খবর।
তেলেজলে মেশে না তবুও মেশাতে চাইছো নাকি বারংবার?
অবিবেচকের মতো করলে কাজ উঠবে নাকি নিন্দার ঝড়?