স্তম্ভিত হয়েছ বুনো ওলের বাড়বাড়ন্ত
দেখে? চড়েছে উদ্বেগের পারা? সইতে
না-পেরে সারাদুপুর কেঁপেছে তোমার
আঁখি জোড়? ভাবছ, ওরা কালক্রমে
ছড়িয়ে পড়বে আর কতদূর?
এই অবস্থা দেখে বুকে কষ্ট অনুভূত
হলেও উপায়ান্তর কী? এদের উপড়ে
ফেলা দুরস্ত, জল সার দিয়ে আবাদ
করছে বনমালী?
কত কী শোনাবো?-সে এক বিশাল
পাঁচালি।
সে অনুভব করে কি ঝরা পাতাদের
শোক? হতাশার আগুনে দইছে কত
বেকারদের বুক?
গোধূলি ঘনিয়ে এসেছে। সংকট ও
শিয়রে। ঘন অন্ধকার ঢুকে পড়ছে
ঘরে ঘরে, সুযোগ পেলে মাছদের
গিলতে হাওরে গিয়ে হাঙর যেভাবে
চুপিসারে ঢুকে পড়ে।
অর্থাভাব ও অনাহারে এখনি বিধ্বস্ত
বহু সংসার।
এই অবস্থা দেখে ধরণী কি প্রস্তুতি
নিয়ে এগিয়ে যাচ্ছে অমাবস্যার ঘন
অন্ধকারের কাছে অসহায়ের মতো
আত্মসমর্পণের উদ্দেশ্যে?