ও নদী রে, দীর্ঘ পথ পেরিয়ে এসেছি তোর দেখানো পথে
কেটেছে দীর্ঘ সময় নাও বাইতে গিয়ে ভাঁটা ও জোয়ারে
হিসাব তো রাখিনি এই অবধি কতবার পড়েছি ঘূর্ণিপাঁকে
সেই সময় নাও বাওয়া যে কত কষ্টের বুঝেছি হাড়ে হাড়ে।

যখনি পড়েছি ঘূর্ণিতে, হাল ধরেছি তখন বেশ শক্ত হাতে
ভালোমন্দে কাটলেও দিন সূর্যি এখন পৌঁছে যাচ্ছে পাটে।
বলবো কী আর তোকে? এখন আঁধার ছেয়েছে চারদিকে
কিভাবে বাইবো তরী?- দৃষ্টি দূরে পোঁছাচ্ছে না কোনমতে।

ঝড়ে ছিঁড়েছে পাল, হাল তুলছে হাই, তরী নিশানা হারায়
ওদের অবস্থা বেহাল, এসময় তরী সামলানোর কেউ নাই।
ও নদী, বল দেখি তুই এই অবস্থায় কত দূর যাওয়া যায়?
আর করবো কী এই সময় ভুগছি সেই নিয়ে দিশাহীনতায়।

ও নদী, বল তো শুনি এই পথ শেষ হতে আর কতটা বাকি?
পড়েছি যে ভয়ানক দুরবস্থায় আবার ঝড় উঠলে করবো কী?