এ সময়টা ছুটছে কেউটে সাপের মতো,
সুবিধা জনক নয় মোটে।
ছোবল দিতে পারে, ভয়! কী জানি কখন
কার কী যে হয়?
নির্দয় সময়, নয়তো কেন নিরীহ মানুষদের
মরতে হয় যুদ্ধ যুদ্ধ খেলায়?
কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে,
দুষ্কর বেঁচে বর্তে ঘরে ফেরা?
কেন নিজের অধিকার আদায়ে গর্জে উঠলে
আহত হতে হয় অপরের বেত্রাঘাতে?
ঘাত সইতে অপারগ, ভাবছো করবে কী?
তবে বলি, বেশ তো মাথা নিচু করো,
যতখানি নিচু হতে পারো!
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ভুলে গিয়ে
বাবুদের পদতলে হাঁটু মুড়েও বসতে পারো।
এ জীবনখানি তাদের সেবায় ও সঁপে দিয়ে
চাটুকার বৃত্তি করলে আরও ভালো।