ভাবছো, প্রকৃতি এখনও নিদ্রাহীন?
সঙ্গত প্রশ্ন, এভাবে কাটাবে আর কতদিন?
মোটেই নয়। দেখো, সে করছে কী?
ক্রোধে সে এখন বহ্নিমান,
তার মানভঞ্জন করবে?
সেই উপায় ও আর নাই।
ভাবছো, সে করছে কি রায়বেঁশে নৃত্য?
সে ভাবনা একেবারেই অসঙ্গত।
এখন তার তর্জনীর হেলনে
সিংহ-গর্জনে বইছে ঘূর্ণি ঝড়
ভয়ঙ্করী! চারদিক করছে ছারখার,
মরমর করছে মহীরুহের শাখাপ্রশাখা
এ ভয়ানক দৃশ্য সচরাচর যায় না দেখা।
উত্তাল মাঝ-নদীতে আরোহীসহ দুলছে তরী,
ভয়ে থরথর কাঁপছে আরোহী,
ভাবছে, সাঁতার কেটে নদী পার হতে ঝাঁপ দেবে কি?
তবে এ কালীঘাটের আদি-গঙ্গা নাকি?
সাঁতার কেটে এ বৈতরণী পেরনো মোটেই সহজ নয়
এ উত্তাল নদীতে ঝাপ দিলে
হাবুডুবু খেয়ে ডুবে মরবার ভয়,
জলে কুমীরও আছে, আসবে তেড়ে।
এখন যেখানে দুলছে তরী, দু’তীরে বাতি-স্তম্ভ,
সেখানে সদম্ভে জ্বলছে লাল আলো
নীচে কোথাও ই ডি, কোথাও সি বি আই।
তাদের নজর এড়িয়ে পালানোর ও পথ নাই
তাই বলা দুষ্কর, 'আরোহী করবে কী?'