বললো কাকাতুয়া, সে দেখে এসেছে
কোনও এক দেশে রাণীমা তার সেবাদাসীদের
ডেকে সাদরে তাদের করলো পান আপ্যায়ন।
এমন আপ্যায়ন পেয়ে তারা উৎফুল্ল
খুশিতে নাকি তাদের মন ভরে গেল
তারা নিজেরা করলো বলাবলি,
‘দেখছ রাণী মা নিজে সাজিয়েছে পানের ডালি!
আগে কে, কবে এমন আপ্যায়ন করেছে?
এই দৃশ্য দেখে আত্মতৃপ্তিতে তাদের মন ভরেছে’।
তাদের মুখের ভাব-ভঙ্গিমায় নাকি বোঝা গেল
পানের প্রতি তাদেরও বেশ আসক্তি ছিল।
বললো পাখি, এমন আপ্যায়নে উৎফুল্ল হয়ে
তারা রাণীমার দীর্ঘায়ু কামনা করে
হাসিমুখে সেই পান করেছে গ্রহন।
শুধু কি তাই? তারা তখন
সেই পান বেশ চিবিয়ে চিবিয়ে করেছে রসাস্বাদন
পরবর্তীতে কী ঘটতে পারে বোঝেনি তখন।
এখন বুঝছে মাত্রাতিরিক্ত চুনে জিভ পুড়েছে।
পরিণতি? কিছু খেতে গেলেই জিভে কষ্টভোগ
তাদের উপরি পাওনা জুটেছে গল-ব্লাডারের অসুখ।
অগত্যা রাজবদ্যির শরণাপন্ন হয়ে তাকে বলছে তারা
বদ্যিমশাই, আপনি প্রসন্ন না-হলে যাবোই মারা
আমাদের বাঁচানোর দায় নেবে অন্য কে বা কারা?
বললো পাখি, এখন নাকি পান দেখলেই তারা
আতঙ্কে জবুথবু, এমনই হয়েছে কাবু।