ছুটে চলেছে মহাকাশ যান আদিত্য এল-ওয়ান
অধীর আগ্রহে করতে সেটি সৌর অভিযান।
যাচ্ছে পিএসএল ভি-সাতান্ন রকেটে চড়ে
এই পৃথিবী থেকে পনের লক্ষ কিমি দূরে
গিয়ে ল্যাগরেঞ্জ পয়েন্ট-ওয়ানে করতে অবস্থান।


উৎক্ষেপণ স্থল মহাকাশ কেন্দ্র সতীশ ধাওয়ান
স্থির লক্ষ্যে না-পৌঁছানো অবধি ছুটবে এই যান।
সূর্যের কার্যকলাপের করতে নজরদারি
বয়ে নিচ্ছে সাতটি পে-লোড সরাসরি
পাঁচটি বছর পরীক্ষা-নিরীক্ষা চালাতে নানান।


কে জানে, কত তথ্য ইসরোয় পাঠাবে আদিত্য?
ক্রোমোস্ফিয়ার ও করোনা কিভাবে হয় উত্তপ্ত?
আয়োনাইজড প্লাজমার অজানা রহস্য!
বিজ্ঞানীদের ঘুম ও কেড়ে নেবে অবশ্য।
প্রাপ্তি? সূর্য ও এই মহাবিশ্বের বহু অজানা তথ্য।