বাংলা মায়ের স্নেহে ভেসে            জীবন কাটাই খেলে হেসে
                    সব ভাই বোনরা ধরছি হাতে            
খেলছি সবাই একই সাথে            খাচ্ছি মোরা একই পাতে
                      ভেদ টানি না কোন মতে।


দেশ মাতার শিরায় শিরায়         জলের ধারা নদী নালায়          
                      কলতানে ভাসে সবার মন
শস্য শ্যামল বাগ বাগিচায়         কলকাকলি মন মাতায়
                       উদাস করে যখন তখন।


দেখছি মাকে দিনে রাতে            ভেদ করেন না স্তন্য দিতে
                   কোলে নেন মোদের এক সাথে
মায়ের ভাষায় মা মা বলে          ঝাঁপিয়ে পড়ি মায়ের কোলে
                      ভাষার তরী বহে স্রোতে।
        
মায়ের ভাষা যে কী মহান          বোঝেনি ঘাতক দেয়নি মান
                     একুশ ওদের শিক্ষা দিলো        
এবার ভাই এগিয়ে চলো            দেশের লাগি’ প্রাণ টি ঢালো
                   আঁধার ঘোচাও,আলো জ্বালো।


বাংলা মায়ের নাড়ির টানে           এসো শহীদ দের ডাক শুনে    
                     দেশের কাজে ঝাঁপিয়ে পড়ো              
শ্রমিক কৃষক এসো সবে             দেশ গড়ার কাজে হাত লাগাবে
                         তাঁদের স্বপ্ন পূর্ণ করো।