বছর ভর   পড়ার জ্বর              
   করছে আমায় কাবু
সাগর জলে   নামিয়ে দিলে
   কে খায়নি হাবুডুবু?  
  
চার দিকেতে  ফিরে তাকাতে
    পাই নাকো অবসর        
পড়ার ফাঁকে   খুঁজছি তাকে
    নীরবে সারা বছর।        


কালের স্রোতে   খেয়ার ঘাটে      
     ভিড়লো শিশির নাও            
নামবে দেবী    সেটাই ভাবি    
     শাঁখের ধ্বনি দাও।


ভাবছি মনে   পুজো পাবনে  
    হবে পড়ায় বিরাম      
কয়টা দিন   বেশ স্বাধীন
    ঝরাতে হবেনা ঘাম।


এই ক’দিন   ভিন রুটিন                  
    আমার জীবন মাঝে
দেখবে মোরে  কাজের ঘোরে
   থাকবো সকাল সাঁজে।
                                      
পথের ধারে  ঝুপড়ি ঘরে
   অনেক শিশুর বাস  
পুজোর দিনে  তাদের মনে
   জাগছে নাকো সুবাস


বাবার সাথে  যাবো গো হাটে
    নতুন পোশাক চাই
এমন দিনে   পোশাক কিনে
    তাদের পরাবো ভাই।

তাদের সনে   পুজোর দিনে
   কাটাবো মনের সুখে
বিভেদ ভুলে   সকল কালে
   থাকবো তাদের দুখে।