দেশে বিদেশে এখন শিক্ষার অবস্থা
সরে জমিনে দেখতে গিয়ে এক অচিন
দেশের শিক্ষার অব্যবস্থা দেখে এসে
সেদিন কাকাতুয়া আমার মতো এই
অজ্ঞের কাছেই জানতে চেয়েছে,‘যদি
ক্ষমতা বলে কোনও জাতির ভবিষ্যৎ
প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিয়ে সেই
জাতিকে ঠেলে দেয় ধ্বংসের দিকে,
তবে সেই ক্ষমতাশালী দের কি শাস্তি
হতে পারে’?
বিদ্যা বুদ্ধির অভাবে তখন ভেবেছি,
কী উত্তর দেবো তাকে?একেবারেই
হতভম্ব হয়ে বসে জিজ্ঞেস করেছি,
‘বলতো দেখি,তুমি এ কথা বলছো
কি দেখে’?
জানি না,সে সময় বজ্রনাদ ঢুকছিল
কিনা কানে!কাকাতুয়া গড়গড় করে
বলে গেলো,সে নাকি নিজের চোখে
দেখে এসেছে সে দেশের শিক্ষা ব্যবস্থা
এখন আয়লার মতো ঝড়ের কবলে
পড়ে ভেঙ্গে পড়েছে একেবারে।বিধ্বস্ত
অবস্থা।দেখেছে,গ্রামাঞ্চলে শিক্ষার্থীদের
জন্য শিক্ষক খুবই অপ্রতুল হওয়ায়
শ্রেণীকক্ষগুলি রোজ ই পরিণত হচ্ছে
জলসাঘরে।তার অভিযোগের তালিকা
দেখে মুষ্টিবদ্ধ দু’হাত ঠুকছি কপালে।
তখন আমার মনে হলো তাহলে সত্যি
সে এক বিচিত্র দেশ।
কাকাতুয়া বললো,অথচ সে দেশে লক্ষ
লক্ষ শিক্ষার্থীদের মধ্য থেকে হার্ডল
রেস এর মতো জীবন সংগ্রাম করে
যারা স্ব স্ব ক্ষেত্রে শিক্ষায় সাফল্যের
চূড়ায় পৌঁছে শিক্ষাঙ্গনকে আলোকিত
করতে চেয়েছে তারা কর্ম সংস্থানের
অভাবে ই বেকারত্বের জ্বালায় ধর্নায়
বসে আছে রাজপথে।
কাকাতুয়া তখন আমার দুর্দশা দেখে
নিজের বুকে ডানাদের ঝাপটা মেরে
সব ক্ষমতাশালীদের কে উদ্দেশ্য করে
বলে গেলো,‘দেশে এই দুর্দিনে তোমরা
ক্ষমতার বলে এখন শিক্ষাঙ্গনের বুকে
সাইলকের মতো ছুরি চালাতেই পারো      
অনায়াসে’।