হাঁটু-মুড়ে অধীর আগ্রহে বসে আছি,
অন্ধ। ভাগ্যিস এখনো হইনি বধির।
ধীর লয়ে বাতাসে ভেসে আসে যেন
আকাশবার্তা। শুনি, সমাজে কুচক্রীরা
নিয়ত করছে বাতুলতা।
উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা শত সহস্র
মানুষের জীবন জীবিকার পথ করছে
অবরুদ্ধ। তাছাড়াও জনগণের গণতান্ত্রিক
ভোটাধিকার ও কেড়ে নিচ্ছে নিয়ত।
বধ্যভূমিতে ঘটছে এমন কত কি! পাখি
ব্যাধের কু নজরে পড়ে তার তীরে বিদ্ধ
হয়ে যদিও ডানা ঝাপটায়, তাতে ব্যাধের
কি আসে যায়?
এ বুঝি পর্ণমোচী বৃক্ষদেরও পাতা ঝরানোর
সময়, কালের বাধ্যবাধকতায়।
সাধারণ মানুষের জীবন ও জীবিকা এসব
কুচক্রীদের জালে ধরাশায়ী। ভাবি, এভাবে
কাটবে আর কতদিন? দক্ষিণা বাতাস
প্রবাহিত হবে কবে?
হে বসুন্ধরা, তুমি কি অন্ধ ও বধির? এসব
জানা সত্ত্বেও কিভাবে আছো স্থির? প্রতিবাদে
মুখর হবে কবে?