মেঘাচ্ছন্ন দিন।আলোর প্রত্যাশায় চারিদিকে
তাকালে মনে হয় নৈরাজ্য হাঙরের মতো
হা-করে গিলতে তেড়ে আসছে এই সময়ের
স্রোতে।এতটাই ভয়ঙ্কর স্রোত সাঁতরে তীরে
পৌঁছনো প্রাণান্তকর।
দুঃসময়।ভয় হয় পঙ্গপালের মতো আগ্রাসী
মানুষদের দেখে,লোভ লালসায় মদমত্ত হয়ে
যারা মেহনতি মানুষের ঘাম ঝরা রক্তের
বিনিময়ে তাদের উৎপাদিত হৈমন্তিক ফসল
ছিনিয়ে নিতে ব্যস্ত।
বসে ভাবি,ওরা কী কাজ করছে,কী ভেবে!
মানুষ হৃদয়কে না জাগালে কখনো নিজেকে
চিনতে পারে?
মাঝে মাঝে সময়ের কাছে সকল মানুষকে
সাক্ষ্য দিতে হয়।দুর্দিন ঘনিয়ে এলে ভাঁটার
টানে সাগরও পিছিয়ে যায়।সেইদিন তাদের
ভিখিরির দশা প্রায়।তাদের বরাতে জোটে
ঝলসানো তাদেরি লালসার হাড়-কঙ্কাল।
বোধির অভাবে শেষে সুখ সাগরের সৈকত
ছেড়ে দুঃখ সাগরের চোরা বালিতে ওদের
ডুবে মরতে হয়।