নবীন ঊষায় বাউল বেশে
একতারা হাতে চললো সে।
ভার বহিবার সাধ্যি নাই  
'কর্মফল' নিয়ে যাচ্ছে তাই।


চলছে সদা খোশ মেজাজে
নিজ-ছায়া তার পাশেপাশে।
ঘুরছে বাউল নানান দেশে
হরেক ভুবনে নানান বেশে।


আঁকাবাঁকা ধূলি-ধূসর পথে
চলছে ঝোলাটি লয়ে সাথে।
বন্ধুর সে পথ সম্মুখ পানে  
তবু যেতে হবে সে জানে।


অদম্য প্রয়াসে স্বর্গে পৌঁছে  
একান্তে অবসর নেবে সে।