মানিক! তোমার কীর্তি কথার শেষ নাই
যে যাই বলুক দ্যুতি তোমার বড্ড বেশি
শোনা যায় হাসিমুখে
লন্ডনে ও পৌঁছে গেলে অবলীলায়।
বাতাসে কান পাতলে এও শোনা যায়
তোমার দ্যুতিতে অনেকের চোখ ঝলসে গেল
জানা গেল এখন দেখছে তারা চারদিক অন্ধকার।
তাদের জীবনটাই চিরতরে হলো ছারখার
হায়রে, দেখছি এখন তাদের একী দুর্দশা!
অন্ধের যষ্টি নিয়ে পথে পথে ঘুরছে তারা
একটু বিচারের আশায়।