আগুনে ছাইচাপা দেওয়া গেল না,
সর্ট-সার্কিটের তত্ত্বও বিফলে গেল!
ভূমণ্ডল কাঁপালো নিহতদের কান্না
আগুনে ছাইচাপা দেওয়া গেল না।
এবার কি শঙ্খচিল মেলবে ডানা?
বাবুদের তৎপরতাও ব্যাহত হলো।
আগুনে ছাইচাপা দেওয়া গেল না,
সর্ট-সার্কিটের তত্ত্বও বিফলে গেল।