বটেই তো, তার কষ্ট কম হলো কি?
জীবনের ঝুঁকিও নিতে হলো নাকি?
সাগর থেকে ঝিনুক খুঁজে তুলে আনা সহজ কি?
সাগরে হাঙরও কম আছে নাকি?
জন্তুগুলো খাবারের হদিস পেলে সাঁতরে এসে
গিলে খেতে চায় গোগ্রাসে।
এমন তো নয় ডুবুরির সেকথা জানা ছিল না
তবু সে মোটেই ভয় পেলো না
ভয়কে উপেক্ষা করে ঝিনুক খুঁজে আনতে
ডুব দিলো গভীর সাগরে
তীরে বসে মা মাসীরা?
ভয়ে জবুথুবু
ভাবখানা যেন সকলে একেবারে কাবু।
তারা তার শুভ কামনায় দুর্গা নাম জপ কম করেনি
আকাশে কালো মেঘের গর্জনও কম শোনা যায়নি।
তারপর ঘটলো কী?
সে বহু ঝিনুক কুড়িয়ে সেগুলো নিয়ে উঠলো ভেসে
শোনোনি হেসে তখনি সে বললো কী?
সবাইকে শুনিয়েছে আশার বাণী
ঝিনুকগুলোতে নাকি বহুমূল্যের মুক্তো আছে  
এখন মুক্তোগুলো বের করাই বাকি রয়েছে।
দেখেছে সবাই সেগুলো কর্তৃপক্ষকে দিয়ে সে চলে গেছে
কে জানে, এখন তারা করবে কী?
মুক্তোগুলো ঝিনুক থেকে বের করে আনবে কি?