শোনো,শৈশব থেকে সুনীল আকাশে
পাখিদের মতোই ডানা মেলে উড়ে
বেড়ানোর বাসনা ছিল!
তখন বুঝিনি গনগনে আঁচের মতো
ভয়ানক প্রতিবন্ধকতা শিয়রে?সময়
গড়াতেই দেখেছি সুনীল আকাশকে
ঘন কালো মেঘ এতো ঢেকে দিচ্ছে
যে প্রভাতের রবিরশ্মিও কিশলয়কে
ছুঁতে পারে না অনায়াসে।
বুঝেছি,আরও দুর্দশা ঘনিয়ে আসছে।
এক অসহ্য জীবন যন্ত্রনা থেকে আজ
অনুভব করছি এক ভয়ানক ঝড় খুব
জরুরী যেন সেটি সরিয়ে দিতে পারে
মেঘের শামিয়ানা।
জানি না,কিসের তাড়নায় এই সময়
অন্তরের অন্তঃস্থলের বেদনার বিশাল
শৈল চূড়া দিয়ে অস্ফুটে যেন বেরিয়ে
আসছে, ‘উঠুক একটা ভয়ানক ঝড়,
সরে যাক কালো মেঘ রাশি চারদিকে
ছড়িয়ে ছিটিয়ে আছে যত।