কথায় চিঁড়ে ভিজে না, চিঁড়ে ভিজাতে জল দরকার
উভয়ের মধ্যে আসঞ্জন না-থাকলে ব্যর্থ সে প্রচেষ্টা।
ঝড়ে কারো ঘর না-ভাঙ্গলে আত্মীয় চেনা ও ভার
কথায় চিঁড়ে ভিজে না, চিঁড়ে ভিজাতে জল দরকার।
আত্মিক বন্ধন না-হলে ঝড়ে ঘর ভাঙ্গলে কে কার?
দুঃসময়ে এগিয়ে না এলে থাকে কি প্রেমের রেশ টা?
কথায় চিঁড়ে ভিজে না, চিঁড়ে ভিজাতে জল দরকার
উভয়ের মধ্যে আসঞ্জন না-থাকলে ব্যর্থ সে প্রচেষ্টা।