সব সমাজে সংখ্যাগরিষ্ঠ, লোভ-লালসা মন্দ না,  
বেশ আছি, দেশ গোল্লায় গেলেও কী আসে যায়?  
রোজ ভাবি, প্রিয় খাবার পেলে আর কিছু চাই না  
সব সমাজে সংখ্যাগরিষ্ঠ, লোভ-লালসা মন্দ না।
পরের কথা ভাববো কী? সে কখনো মনে আসে না।
ফোকটে টাকাকড়ি পেলেও গিলে খাই নির্ভাবনায়,  
সব সমাজে সংখ্যাগরিষ্ঠ, লোভ-লালসা মন্দ না,  
বেশ আছি, দেশ গোল্লায় গেলেও কী আসে যায়?