হিমেল হাওয়া নয়, ছুঁয়েছে বিষণ্ণতা?
ক’দিন আগেও রাতে জাজিমের উপর শুতে
দুর্নীতি গায়ে জড়ালে, ফুঁৎকারে উড়িয়ে দিতে
সুখশয্যায় স্বপ্ন দেখতে রাতে
কিভাবে করা যাবে বেকারদের স্বপ্ন চুরি?
জনগণের কুঁড়েঘর কেড়ে নেওয়া যাবে গা-জোয়ারি?
সেসব তো কম করোনি।
বাদ গেল কি খাদনের কয়লা ও পাথর চুরি?
দরিদ্র জনগণের প্রাপ্য বরাদ্দ রেশন, সেও?
আজ রাতে ছেঁড়া কাঁথা পেতে শুতে হচ্ছে মাটিতে?
ব্যথা লাগছে পিঠে?-কষ্ট হচ্ছে?
রাত গভীর হলেও ঘুম আসে না?
পাশ ফিরে শুলেও, না?
চুরি করার স্বপ্নগুলো কর্পূরের মতো উবে গেছে?
অসৎ পথে রোজগারের পাহাড় প্রমাণ অর্থ কড়ি, সেও?
নিরাশা মগজে চেপে ধরেছে?
দিনে তো বটেই,
গভীর রাতেও গ্লানি চিমটি কাটে? -করছে বিয়াদিপনা?
নিরাশা যাপন ভালো লাগে না?
বাতায়ন খুলে দিলেও বিপদ?
কানে ভেসে আসছে বলছে যাদের স্বপ্ন চুরি গেছে
‘ভাবছো কেন মিছে?
আমাদের ন্যায্য দাবী আদায়ে সব দুর্যোগ গায়ে মেখে
প্রায় হাজার দিন কাটাতে হচ্ছে রাজপথে’।