কে জানে
এসে পড়েছি এ কোন খাদানে!
মনে হয় বাবুদের হা হা করে অট্টহাসি শুনে
পড়েছি তাদের দাসত্বের বন্ধনে।
হয়তো তাদের দাসত্ব বরণ করা এখন ভবিতব্য
তাদের পোষা গোলাম গুলোর আচরণ এতোই অভব্য
এ যাবৎ যা ঘটেছে ভেবেচিন্তে না চলার ফলশ্রুতি
এখন দাসত্ব থেকে মুক্তির আশা দেখি না একরতি।
বাবুদের নির্দেশে তাদের গোলাম গুলো
চিবিয়ে কতগুলো আস্ত মুলো
দৌড়ে এসে দু'চোখে পরালো ঠুলি
জানি না এখন এ কোন সময়, ভোর না গোধূলি?
আকাশটা তো যাচ্ছে না দেখা
কে জানে ওরা নিয়ে যাচ্ছে কোথায়?
-অজ্ঞানতার অন্ধকার থেকে আলোয়
নাকি আলো থেকে অন্ধকারে?
উপলব্ধ হচ্ছে নিয়ে যাচ্ছে কাঁকর বিছানো পথ ধরে।
কে জানে, কলুর বলদের মতো ঘানি টানাতে
নাকি ভোরের আলো দেখাতে।